ADD









২৪ বছর আগে স্মার্টফোন

দেখে নিন বিশ্বের প্রথম স্মার্টফোন কেমন ছিল বিশ্বের প্রথম স্মার্টফোন




সিমন বিশ্বের প্রথম স্মার্টফোন, অনেকটা ইটের মতো দেখতে লাগত স্মার্টফোনটিকে

জানেন! আজ থেকে প্রায় ২৪ বছর আগে বিশ্বের প্রথম স্মার্টফোন কবে তৈরি হয়েছিলঅ্যাপল আইফোন বাজারে আনার ১৫ বছর আগে আইবিএম এই স্মার্টফোন এনেছিল , যখন কিনা বিশ্বের বেশির ভাগ মানুষের কাছেই স্মার্টফোনের কোনও ধারণাই ছিল না

১৯৯৪ সালে তৈরি হয়েছিল বিশ্বের এই প্রথম স্মার্টফোন মিতসুবিসি ইলেক্ট্রিক কর্প কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এই স্মার্টফোনটি তৈরি করেছিল আইবিএম
আইবিএম ফোনটির নাম দেয় সিমন


  • v ছিল না কোনও কিপ্যাড, এখনকার স্মার্টফোনগুলোর মতোই পুরোপুরি টাচস্ক্রিন
  • v বর্তমান স্মার্টফোনের অনেক ফিচার সিমনেও ছিল ম্যাপিং, স্প্রেডশিট গেম, নোটপ্যাড, ফ্যাক্স এমনকী মেল আদানপ্রদানও করা যেত এই স্মার্টফোনে
  • v দৈর্ঘ্যে ইঞ্চি, চওড়ায় . ইঞ্চি এবং . ইঞ্চি পুরু ছিল ফোনটি
  • v ওজন ৫০০ গ্রাম
  • v সিমনের মেমরি ছিল মেগাবাইট
  • v ব্যাটারির ক্ষমতা খুবই কম ছিল, চার্জ দেওয়ার পর সর্বাধিক ঘণ্টা সচল থাকত ফোনটি

১৯৯৪ সালের ১৬ অগস্ট শুধুমাত্র আমেরিকাতেই এই স্মার্টফোন প্রকাশ পায় ১৯৯৫ সালে এর উৎপাদন বন্ধ হয়ে যায় এই প্রায় বছরের মধ্যে আইবিএম মোট ৫০ হাজার ইউনিট বিক্রি করে

Md. Rusul Azom Sumon
CSE, IUBAT



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.