ADD









নেস্টেড ফর লুপের জাদুঃ এস নামতা লিখি।

একটা ফর লুপএর ভেতর আর একটা লুপ চালালে যা পাই ,তাই হলো নেস্টেড ফর লুপ। 
সি প্রোগ্রামিং এর নেস্টেড ফর লুপ একটি মজার অংশ,এর সাহায্য অনেক মজার কাজ করা  যায়। ভালো প্রোগ্রামার হবার  প্রধান শর্ত হলো চর্চা করা। তাই প্রোগ্রামিং এর মজা পেলে এর প্রতি আগ্রহ বাড়বে, বাড়বে চর্চা। আমরা ধারাবাহিক ভাবে নেস্টেড ফর লুপ দিয়ে নামটা লেখা ,সংখ্যা পিরামিড ,অক্ষর পিরামিড ,প্যাটার্ন পিরামিড বানানো শিখবো। আজ শুরুতেই থাকছে , নামটা লেখা। .....

তো দেরি না করে আপনার কম্পাইলার চালু করে ,টেক্সট এডিটরে লিখে ফেলুন নিচের কোডটি। 
#include<stdio.h>
int main()
{
    int number,i,j;
    printf("enter a number\n");
    //কোন ঘর পযন্ত নামটা লিখতে চান ,তা এখানে দিতে হবে
    scanf("%d",&number);

    for(i=1;i<=number;i++)
        //এই লুপটি যতগুলা ঘর ততবার চলবে ;
    {
        printf("all multiplication of %d is\n ",i);
        for(j=1;j<=10;j++){
            //এই লুপটি ১০ ঘর পযন্ত নামটা লিখবে ;
            printf("%d*%d=%d\n",j,i,j*i);
        }
      printf("\n");
    }
    return 0;
}

এবার রান করুন : কি অনেক মজা না ?
কিন্তু অনেক সময় আমাদের লাগতে পারে যে ৭৫ এর ঘরের নামটা কত ? তার জন্য ১ থেকে ৭৫ এর ঘরের নামটা লেখার কোনো মানেই হয় না উপরের প্রোগ্রামটি এডিট করে আমরা তা করতে পারি খুব সহজে।
এক্ষেত্রে শুধু ফর লুপ ব্যবহার করলেই হবে। 

#include<stdio.h>
int main()
{
    int number,j;
    printf("enter a number\n");
    //কোন ঘর পযন্ত নামটা লিখতে চান ,তা এখানে দিতে হবে
    scanf("%d",&number);
    printf(" multiplication of %d is\n ",number);

    for(j=1;j<=10;j++){
        printf("%d*%d=%d\n",number,j,j*number);
        }
    return 0;
}

খুব মজার তাই না ?
কোড বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না

rusul azom sumon
founder & ceo azomTech.







1 comment:

  1. কিছুই বুঝি নাইকা।

    ReplyDelete

Theme images by lishenjun. Powered by Blogger.