ADD









জুলাইয়ে আমেরিকার রাস্তায় নামছে চালক বিহীন গাড়ি


এবার বৈধভাবে আমেরিকার  রাস্তায় নামছে কৃত্রিম বুদ্ধিমান চালক বিহীন গাড়ি , দেশটির টেক্সাস ও  সান  ফ্রিসকো রাজ্যের রাস্তায়  সামনের মাসে থেকেই দেখা  মিলবে চালক বিহীন এই নিরাপদ বাহনের। এই উপলক্ষ্যে একটি ভিডিও ছেড়েছে নির্মাতা প্রতিষ্ঠান drive.ai।এতে দেখা যায় টেক্সাস এর রাস্তায় সাবলিল ভাবে সকল ট্রাফিক আইন মেনে ,একজন যাত্রী নিয়ে ছুতে চলছে গাড়িটি।
ভিডিওটি দেখুন
 এতে চালকের আসনফ ফাঁকা থাকলেও  স্টারিং এর পাশের একটি পর্দায় দেখা যায় কিভাবে দ্রুত ভিস্যুয়াল  ম্যাপ তৈরী করে রাস্তা বানিয়ে এগিয়ে যাচ্ছে গাড়িটি। যাওয়ার পথে কয়েকবার ট্রাফিক সিগনালে পরে গাড়িটি। এক লেনের রাস্তায় চলার সময় বিপরীত দিক হতে দ্রুত আশা গাড়িগুলোকেও অবিশাস্য ভাবে মুহূর্তেই চিহ্নিত করে গাড়িটি এবং পাশকাটিয়ে চলে যায়। 
হয়তো সেই দিন আর দূরে নেই যেদিন চালকবিহীন কৃতিম বুদ্ধিমান গাড়ি হয়ে উঠবে গণ পরিবহনেই এক অংশ ও মানুষের আস্থার প্রতীক। 

আরো পড়ুন :আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্ব : ১ গুগল ড্রাইভেরলেস কার

কৃত্রিম বুদ্ধিমান  গাড়ি তৈরীর প্রতিযোগিতায় আরও আছে গুগল ,উবার ,টেলসার মতো কোম্পানিগুলি , তাই এ আসংখ্যা সত্যি হতে আর কতদিন। 

(রুসুল আজম সুমন )
source: https://techxplore.com/news/2018-05-self-driving-vehicle-frisco-texas-july.html








No comments

Theme images by lishenjun. Powered by Blogger.